ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুন।।সেরা হলো রোহিল সাহা, ঐশানি ভৌমিক এবং আর্শিয়া দাস। রাজ্য অনূর্ধ্ব-৭ এবং মহিলা দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী রাজ্য দাবা অনুষ্ঠিত হয় এন এস আর সি সি-র দাবা হল ঘরে। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। প্রথম দিনে মেট্রিক্সের দাবাড়ুদের দাপট থাকলেও দ্বিতীয় দিনে বালক বিভাগে কিছুটা পিছিয়ে পড়ে । এর অন্যতম কারন শুভায়ন দাসের শরীর খারাপ। বালক বিভাগে রোহিল সাহা, দেবরাজ ভট্টাচার্য, মেট্রিক্স চেস আকাদেমির শুভায়ন দাস, কানিস্ক চৌধুরি, মেট্রিক্স চেস আকাদেমির অদ্রিত রায় ভট্টাচারিয়া প্রথম ৫ টি স্থান দখল করে। বালিকা বিভাগে ৬ রাউন্ড শেষে শীর্ষে ছিলো ঐশানি ভৌমিক এবং মেট্রিক্স চেস আকাদেমির অবান্তিকা চক্রবর্তী। পরে ভোকলসে অবান্তিকাকে পেছনে ফেলে সেরার সম্মান পায় ঐশানি। দ্বিতীয় স্থান দখল করে অবান্তিকা। তৃতীয় স্থান দখল করে সাড়ে ৪ বছর বয়সী দাবাড়ু মেট্রিক্স চেস আকাদেমির দেবাঙ্গী শীল। ৩ পয়েন্ট নিয়ে অক্সিতা সাহা এবং আড়াই পয়েন্ট নিয়ে মেট্রিক্স চেস আকাদেমির তেজস্বীনি পৌদ্দার পঞ্চম স্থান দখল করে। মহিলা বিভাগে প্রত্যাশিতভাবেই প্রথম স্থান দখল করে বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় আর্শিয়া। পরের ৪ টি স্থান দখল করে যথাক্রমে আরাধ্যা দাস, একান্তিকা সরকার, সঙ্গিতা সাহা এবং বৈশালী দেবনাথ। রাজ্য সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। খেলা পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য।
2023-06-04