ধর্মনগর(ত্রিপুরা), ৩ জুন (হি.স.) : অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। তাঁর কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে থানায় খবর আসে, এক যুবক ধর্মনগর রাজবাড়ি এলাকায় অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে ঘোরাফেরা করছেন। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে ধমর্নগর থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে। তাঁকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। পুলিশী জেরায় ওই যুবক অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানিয়েছেন, তাঁর কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। ধৃত যুবক বাংলাদেশের চন্ডিপুরের বাসিন্দা সুরজিৎ দেবনাথ বলে পরিচয় মিলেছে। তাঁকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
2023-06-03