তিনসুকিয়া (অসম), ৩ জুন (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত মাৰ্ঘেরিটা মহকুমায় দিন দিন বেড়েই চলেছে হাতি-মানুষের সংঘাত। বিগত দিনের মতো আজ শনিবার ভোররাতেও মাৰ্ঘেরিটার অন্তর্গত ডিরক চা বাগানে বুনো হাতির হামলায় জনৈক অতি সক্ষম (দিব্যাঙ্গ) মহিলা গুরুতভাবে আহত হয়েছেন। আহত মহিলা মণিকা বাকতিকে চা বাগানের হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।
জানা গেছে, আজ ভোররাত প্ৰায় ২:৩০টায় ডিরক চা বাগানে ১১ নম্বর লাইনে বুনো হাতির এক দল ঢুকে ব্যাপক উপদ্ৰব চালিয়ে বিস্তর ক্ষয়ক্ষতি করেছে। হাতির দল বাগানের একটি বাসগৃহে ভাঙচুর চালায়। ওই বাসগৃহে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শারীরিকভাবে দিব্যাঙ্গ মণিকা বাকতিও। পরিবারের অন্য সদস্যরা পালিয়ে নিজেদের রক্ষা করলেও হাতির হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন মণিকা।
হাতির দল চলে যাওয়ার পর স্থানীয় মানুষের সহযোগিতায় মণিকা বাকতিকে বাগানের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ খবর পেয়ে আজ সকালে হাসপাতালে গিয়ে আহত মণিকার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বন দফতরের আধিকারিক ও কর্মচারীরা।