হাইলাকান্দি (অসম), ৩ জুন (হি.স.) : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। এ উপলক্ষ্যে জেলার সব সরকারি কার্যালয়ে সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে গাছের চারা লাগানোর ব্যবস্থা করা হয়েছে।
এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়ে বলা হয়েছে, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্বাস্থ্য বিভাগের সব কয়টি চিকিৎসা পরিষেবা কেন্দ্রে সকাল ১১টায় চারাগাছ লাগানো হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে এক নির্দেশ জারি করে জেলার সব বিভাগীয় প্রধান, বিদ্যালয়সমূহের পরিদর্শক, সমাজ কল্যাণ আধিকারিক এবং যুগ্ম স্বাস্থ্য অধিকর্তাকে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসারকে এই কাজে গাছের চারা সরবরাহ সুনিশ্চিত করতে বলা হয়েছে।