হাফলং (অসম), ৩ জুন (হি.স.) : অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা দুদিনের সফরে হাফলং আসছেন। আগামী ৯ জুন দলীয় কার্যসূচি নিয়ে অসম প্রদেশ কংগ্রেস (এপিসিসি)-এর সভাপতি হাফলং এসে উপস্থিত হবেন বলে জানিয়েছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার।
আগামী ৯ জুন গুয়াহাটি থেকে রওয়ানা হয়ে বিকাল চারটা নাগাদ হাফলং এসে পৌঁছবেন ভূপেন বরা। তার পর সন্ধ্যা ছয়টায় ডিমা হাসাও জেলা কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সন্ধ্যা সাতটায় হাফলং সেঙ্গিয়া শম্ভুধনরাজির বুথ পর্যায়ের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করবেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা।
পরের দিন ১০ জুন সকালে হাফলং শহরে বিদ্যমান বিভিন্ন মন্দির দর্শন করবেন এপিসিসি সভাপতি ভূপেন বরা। ওই দিন বেলা ১১টায় হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে বুথ পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বিকাল চারটা নাগাদ হাফলং থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ফিরে যাবেন, জানান ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার।