শ্রীনগর, ৩ জুন (হি.স.): আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। তার আগে শনিবার শ্রী অমরনাথের ‘প্রথম পুজো’ করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রথম পুজো করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “১ জুলাই থেকে সমগ্র দেশ থেকে তীর্থযাত্রীরা আসবেন অমরনাথের পবিত্র গুহায়। এই যাত্রা ৩০ আগস্ট শেষ হবে। এই যাত্রা সফল করতে প্রশাসন কাজ করছে।”
প্রসঙ্গত, দক্ষিণ কাশ্মীরের হিমালয়ে ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথে আগামী ১ জুলাই থেকে যেতে পারবেন পুণ্যার্থীরা। ১ জুলাই থেকে শুরু হবে বার্ষিক অমরনাথ যাত্রা এবং চলবে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত।