তেলেঙ্গানার নাগরিকবৃন্দের দক্ষতা ও সাংস্কৃতিক সমৃদ্ধি ব্যাপকভাবে প্রশংসিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সেই রাজ্যের নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টুইটারে নিজের মনের কথা ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, তেলেঙ্গানার নাগরিকবৃন্দের দক্ষতা ও সাংস্কৃতিক সমৃদ্ধি ব্যাপকভাবে প্রশংসিত হয়।

২ জুন, দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস। এদিন সকালে টুইট করে শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে, এই সুন্দর রাজ্যের নাগরিকবৃন্দকে আমার শুভেচ্ছা। তেলেঙ্গানার জনগণের দক্ষতা ও সাংস্কৃতিক সমৃদ্ধি ব্যাপকভাবে প্রশংসিত হয়। আমি তেলেঙ্গানার মঙ্গল ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *