নাগপুর, ২ জুন (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে যথোচিত মর্যাদায় উদযাপিত হল ছত্রপতী শিবাজী মহারাজের রাজ্যাভিষেকের ৩৫০-তম বার্ষিকী। শুক্রবার শিব রাজ্যাভিষেক সোহলা কমিটির উদ্যোগে নাগপুরে উদযাপিত হয় ছত্রপতী শিবাজী মহারাজের রাজ্যাভিষেকের ৩৫০-তম বার্ষিকী।
বিপুল সংখ্যক মানুষ এদিন সকালে শোভাযাত্রায় অংশ নেন, শোভাযাত্রায় অংশ নেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছত্রপতী শিবাজী মহারাজের মূর্তিতে মাল্যদান করেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। অন্যদিকে, মুম্বইয়ের রায়গড় দূর্গেও পালিত হয় ছত্রপতী শিবাজী মহারাজের রাজ্যাভিষেকের ৩৫০-তম বার্ষিকী। সেখানে অংশ নেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ।