নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন ৷৷ তহশীল অফিসে ঢুকে মহিলা তহশীলদারকে ছুরিকাহত করে গুরুতর জখম করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা মহিলা কমিশন৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে কর্মরত তহশীলদারকে অফিসে ঢুকে ছুরিকাহত করে জখন করার ঘটনায় উদ্বিগ্ণ ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বৃহস্পতিবার জিবি হাসপাতালে গিয়ে আহত তহশিলদারকে দেখে আসেন৷ উল্লেখ্য বুধবার ধর্মনগরে তহশীল অফিসে কর্মরত তহশীলদেরকে ছুরি দিয়ে আঘাত করে তার স্বামী৷ ছুরিকাহত মহিলাকে ধর্মনগর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে৷ বর্তমানে তার চিকিৎসা চলছে হাসপাতালে৷ ঘটনার খবর পেয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী জিবি হাসপাতালে আসেন এবং মহিলার কাছ থেকে সমস্ত ঘটনা সম্পর্কে অবহিত হন৷ মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বলেছেন বর্তমানে তার স্বামী পুলিশের হেফাজতে রয়েছে৷ ঘটনার তদন্ত চলছে৷ মহিলা কমিশন আহত তহশীলদারের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন৷ দোষী যাতে শাস্তি পায় তার ব্যবস্থা গ্রহণ করবেন৷
2023-06-01