অনুপপুর, ৩০ মে (হি. স. ) : মধ্য প্রদেশের কোটমা থানার অন্তর্গত কেওয়াই নদীর কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে কোটমা বিধায়কের সাহায্যে চিকিৎসার জন্য কোটমা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। যেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শাহদোল মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
তথ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে একটি গাড়ি যাত্রীদের নিয়ে কোটমা আসছিলেন। চালক কেওয়াই নদীর কাছে মোড় বুঝতে না পারায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা তিনজনই গুরুতর আহত হন। এদিকে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোটমার বিধায়ক সুনীল সরফ। ঘটনাটি দেখে তিনি তাৎক্ষণিক আহতদের সহায়তা করে চিকিৎসার জন্য কোটমা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেন। সেখান থেকে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য শাহদোল মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

