আগরতলা, ২৯ মে (হি.স.): আবর্জনার স্তূপ থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। উদয়পুর পলিটেকনিক কলেজের নিকটে সড়কের পাশে ওই শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ সাথে সাথে রাধাকিশোরপুর থানায় খবর পাঠিয়েছে।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ উদয়পুর পলিটেকনিক কলেজের নিকটে সড়কের পাশে আবর্জনার স্তূপে সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পেয়েছে এলাকাবাসী। সাথে সাথে তাঁরাই রাধাকিশোরপুর থানায় খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদয়পুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
2023-05-29