ইসলামাবাদ, ২৭ মে (হি.স.) : গিলগিট-বালতিস্তানের অ্যাস্তোর জেলায় ভয়াবহ তুষারধসে প্রাণ হারিয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে তিন জন মহিলা। বরফের স্তুপে চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন আরও ২৬ জন। আহতদের উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। ভয়াবহ তুষার ধসের ফলে ওই এলাকা কার্যত জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তুষার ধসে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান।
ডায়ামোর-অ্যাস্তোর ডিভিশনের ডেপুটি ইনস্টেক্টর জেনারেল তোফায়েল মির সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার সকালে অ্যাস্তোর জেলার শান্টার পাসের কাছে আচমকাই তুষার ধস নেমে আসে। চোখের নিচেই বরফের স্তুপের নিচে চাপা পড়ে অনেকে। বরফের নিচে চাপা পড়ে তিন মহিলা-সহ নয়জন মারা যান। গুরুতর জখম হয়েছেন আরও ২৬ জন। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পৌঁছতে হিমশিম খেয়েছেন বিপর্যয় মোকাবিলা কর্মীরা।
দুর্ঘটনার খবর পেয়েই গিলগিট বালতিস্তান বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেলের সঙ্গে কথা বলেন প্রদেশের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানোর নির্দেশ দেন তিনি। ওই নির্দেশের পরেই জোরকদমে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।