ধর্মনগর(ত্রিপুরা), ২৭ মে (হি.স.) : পথ দূর্ঘটনায় মৃত ব্যক্তির হাসপাতালে ময়না তদন্তের পর একটি চোখ উধাও এবং গাল কাটা অবস্থায় রয়েছে। এমনটাই অভিযোগ তুলে মৃতের পরিবারের সদস্যরা ধর্মনগর জেলা হাসপাতালে কিছুক্ষনের জন্য হৈচৈ করেছেন। পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, মৃতদেহ পুনরায় ময়না তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ।
মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, শুক্রবার বিকালে পানিসাগরে পথ দুর্ঘটনায় সমেশ রায় গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু রাতেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর রাতেই পরিবারের লোকজন তাঁর দেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য পুলিশ ও চিকিৎসকের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু আইনগত কারণে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয়নি পুলিশ। পুলিশ ময়না তদন্তের জন্য ধর্মনগর হাসপাতালের মর্গে মৃতদেহ পাঠিয়েছিল।
তাঁদের অভিযোগ, শনিবার সকালে পরিবারের লোকজন হাসপাতাল থেকে মৃতদেহ আনতে গিয়েছিল। ময়না তদন্তের পর পরিবারের লোকজন দেখতে পায় মৃতদেহের ডান দিকে একটি চোখ নেই ও গালের বেশ কিছু অংশে মাংস কাটা অবস্থায় রয়েছে। পাশাপাশি সেই জায়গা দিয়ে তাজা রক্তও বের হচ্ছে। এ-বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানতে চাওয়া হলে পুলিশ তাঁদের জানিয়েছে রাতে ময়না তদন্তের পর মৃতদেহের এমন পরিণত হয়েছে। ওই ঘটনায় পরিবারের লোকজন ধর্মনগর জেলা হাসপাতালে কিছুক্ষনের জন্য হৈচৈ করেছেন। পরিবারের লোকজন ওই ঘটনায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছে ধর্মনগর থানায়।
তাঁদের দাবি, সমেশ রায়ের পুনরায় ময়না তদন্ত করা হোক। তাঁদের আরও দাবি, পুলিশ ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক। পরবর্তীতে পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে। হি