চন্ডীগড়, ২৬ মে (হি.স.): নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শুক্রবার সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভের কারণেই নীতি আয়োগের বৈঠক বয়কট করতে পারে পঞ্জাব সরকার। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান একটি নোট লিখে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার পঞ্জাবের স্বার্থের বিষয়ে উদাসীন।
গত আগস্টের বৈঠকে মুখ্যমন্ত্রী আরডিএফ, খড়বিচুলি এবং কৃষক সম্পর্কিত সমস্যাগুলি উত্থাপন করেছিলেন, যার প্রতি কেন্দ্রীয় সরকার কোনও মনোযোগ দেয়নি বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার তাঁর দিল্লি যাওয়ার কর্মসূচি থাকলেও তিনি তা বাতিল করেছেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শনিবার বসছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের অষ্টম বৈঠক। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় অংশ নিতে পশ্চিম মেদিনীপুরের শালবনী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামেও যেতে পারেন তিনি। দেখা করতে পারেন বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে। জেলাপ্রশাসনের আধিকারিকদের সঙ্গেও তাঁর কথা হতে পারে।