সান সালভাদর, ২১ মে (হি.স.) : মধ্য আমেরিকার এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, পুলিশ এর আগে বলেছিল যে নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং ১৮ বছরের বেশি বয়সী দুই কিশোরী রয়েছে।
ঘটনাটি ঘটেছে ক্যাসকাটলান স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনা-ভিত্তিক দল ফাসের মধ্যে একটি ম্যাচ চলাকালীন। এর পর ম্যাচটি স্থগিত করা হয়। এটাকে দুঃখজনক আখ্যা দিয়ে প্রেসিডেন্ট নায়েব বুকেল বিস্তারিত তদন্তের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, অপরাধী যেই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।
পুলিশ বলেছে, গেট বন্ধ করার পর বিপুল সংখ্যক ভক্ত স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। এর পর এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা মনে করেন, বিপুল পরিমাণ জাল টিকিট বিক্রির কারণে দর্শকের সংখ্যা বেড়েছে। গেট বন্ধ থাকায় বেহাল হয়ে পড়ে মানুষ।
সালভাদরের সিভিল প্রোটেকশন বিভাগের লুইস আলোনসো আমায়া বলেন, প্রায় ৫০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেককে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এল সালভাদর ফুটবল ফেডারেশন দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এবং বলেছে যে রবিবারের জন্য নির্ধারিত সমস্ত জাতীয় পর্যায়ের ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে।