লোকনাথ মন্দিরে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে লক্ষীনারায়ণ বাড়ি রোডে লোকনাথ মন্দিরে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান রাজ্যে রক্তদান উৎসবে পরিণত হয়েছে৷ বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন এবং ধর্মীয় সংগঠনগুলিও রক্তদানে এগিয়ে আসতে শুরু করেছে৷ এধরনের এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আগরতলা শহরে লক্ষীনারায়ণ বাড়ি রোডে লোকনাথ মন্দিরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এদিন রক্তদান শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পূর নিগমের মেয়র  দীপক মজুমদার, কপর্োরেটর রত্না দত্ত ,লোকনাথ আশ্রমের সভাপতি বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পাল সহ অন্যান্যরা৷ এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করে মেয়র দীপক মজুমদার বলেন আমাদের রাজ্যে রক্তদান রীতিমতো উৎসবে পরিণত হয়েছে৷৷ রক্তদানে সারা দেশের মধ্যে ত্রিপুরা নজির স্থাপন করেছে৷  তিনি বলেন গত বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে রক্তদান অনেকটাই কমে গিয়েছিল৷ ফলে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দেয়৷ উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রক্তদানে এগিয়ে আসার জন্য প্রত্যেকটি ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মীয় সংগঠন সহ সকল স্তরের জনগণের কাছে আহবান জানিয়েছিলেন৷ সেই আহবানে সারা দিয়ে লোকনাথ আশ্রম পরিচালন কমিটির রবিবার এ ধরনের রক্তদান শিবির সংঘটিত করায় তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র৷  তিনি বলেন রক্তদান মহৎ দান৷ এর চেয়ে বড় দান আর কিছুই হতে পারে না৷ তথ্যপ্রযুক্তি বিজ্ঞানসহ নানা ক্ষেত্রে দেশ অনেক উন্নত হলেও এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোন কিছুই আবিষ্কার করতে পারেননি৷ একমাত্র মানুষই পারে রক্তদানের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াতে৷
১৩৩ তম তিরোধান দিবসকে সামনে রেখে  স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে লোকনাথ আশ্রম কর্তৃপক্ষ৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার৷ এছাড়া উপস্থিত ছিলেন কপর্োরেটর রত্না দত্ত, লোকনাথ আশ্রমের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পাল সহ অন্যান্যরা৷