বেঙ্গালুরু, ১৯ মে (হি.স.): বেঙ্গালুরুতে সাজোসাজো রব। ২০ মে, শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। একইসঙ্গে ওই দিন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডি কে শিবকুমার। মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্যও শপথ নেবেন। এনিয়ে দ্বিতীয়বার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন সিদ্দারামাইয়া। প্রথম দফায় তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত।
কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথে ফের হয়তো দেখা যেতে পারে বিরোধী ‘তারকা’ রাজনীতিকদের ভিড়। অন্তত এমনটাই আশা করছে কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের সমমনোভাবাপন্ন সহযোগী দলগুলির পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও থাকছেন আমন্ত্রিতের তালিকায়।
৫ বছর আগে কর্ণাটকের ‘সৌজন্যে’-ই ভারতীয় রাজনীতি এক সন্ধিক্ষণের সাক্ষী হয়েছিল। জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর শপথে দেখা গিয়েছিল বিজেপি বিরোধী নেতাদের ‘ঐতিহাসিক’ সমাবেশ। সোনিয়া ও রাহুল গান্ধী, মমতা, সীতারাম ইয়েচুরি, চন্দ্রবাবু নায়ডু, অখিলেশ যাদব, মায়াবতী, শরদ পওয়ারদের দেখা গিয়েছিল এক মঞ্চে। ২০ মে ফের একবার বিরোধীদের সমাবেশ বসতে চলেছে বেঙ্গালুরুতে।

