কলকাতা, ১৮ মে (হি. স.) : শিক্ষকদের পর এবার স্বচ্ছ নিয়োগ এবং শূন্যপদ পূরণের দাবিতে রাস্তায় নামলেন কলকাতা পুলিশের চাকরিপ্রার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ শিয়ালদহ থেকে মিছিল শুরু করেন ওই চাকরিপ্রার্থীরা। মিছিলকারীদের হাতে ছিল বিভিন্ন দাবিসম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড। মিছিলে স্লোগান ওঠে, ‘চাকরি চাই, চাকরি দাও, কলকাতা পুলিশে অবিলম্বে শূন্যপদে নিয়োগ করতে হবে’।
সরকারি সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতা পুলিশে ১২ হাজার, রাজ্য পুলিশে ৩২ হাজার শুধু কনস্টেবল পদ শূন্য রয়েছে। এর পাশাপাশি ফাঁকা রয়েছে প্রচুর সাব ইন্সপেক্টর, ওয়্যারলেস অপারেটর, এক্সাইজ কর্মীর পদ। মিছিলকারীদের দাবি, ২০১৯ সালে এক্সাইজ কর্মী এবং কনস্টেবল পদে নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল, সেই নিয়োগ দ্রুত করতে হবে।
কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের নিয়োগ আটকে থাকা নিয়ে নবান্নে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশের অনেক শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে। যাঁরা নিয়োগ করেন, তাঁদের মধ্যে কেমন একটা গয়ংগচ্ছ ভাব দেখা যাচ্ছে। কিন্তু যে সব ছেলে-মেয়ে পুলিশে চাকরির পরীক্ষা দিয়ে বসে আছে, তাদের কথা কে ভাববে?
এর পরই তিনি ঘোষণা করেন, তিন মাসের মধ্যে পুলিশের সব শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী বলেন, ট্রেনিংয়ের নামে অত সময় নষ্ট করলে চলবে না। সাত দিনের মধ্যে ট্রেনিং শেষ করে কনস্টেবলদের কাজে নামিয়ে দিতে হবে। পরে কাজের মাধ্যমেই তাঁদের ট্রেনিং চলবে।