রায়পুর, ১৮ মে (হি. স.) : ছত্তিশগড়ে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ তবুও মৃত্যু এখনও উদ্বেগের বিষয় । পাশপাশি ছয় দিন পর বৃহস্পতিবার আবারও একজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য দফতরের প্রকাশিত কোভিড বুলেটিনে জানা গেছে, বিজাপুরে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান অনুসারে, রাজ্য জুড়ে ২৫৩৩ টি নমুনা পরীক্ষায় ৪১ জনের রির্পোট পজেটিভ এসেছে। একইসঙ্গে ৬৯ জন রোগী সুস্থ হয়েছে। ছত্তিশগড়ে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। রাজ্যে রোগীর সংখ্যা কমার সঙ্গে সঙ্গে জেলাগুলিতেও কমেছে করোনা সংক্রমণের ঘটনা। তবে, সহ-অসুস্থতার মাঝে মৃত্যু এখনও উদ্বেগের বিষয়। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, রায়পুর জেলায় সর্বাধিক ১২ জন রোগী পাওয়া গেছে। এর পরে দুর্গ জেলা থেকে পাঁচজন এবং বালোদ থেকে পাঁচজন রোগীর সন্ধান মিলেছে।
দান্তেওয়াড়ায় চারজন এবং বালোদা বাজারের তিনজন রোগীর করোনা পজিটিভ পাওয়া গেছে। রাজনন্দগাঁওয়ে দুই রোগী পাওয়া গেছে। মহাসমুন্ডে রোগীর সংখ্যাও দুই। এর আসাওয়া সুরাজপুরেও দুইজন রোগীর শনাক্ত হয়েছে। সুরগুজা থেকে একজন, বলরামপুর থেকে একজন, কবিরধাম থেকে একজন এবং সুকমা জেলায় একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। ছত্তিশগড়ের স্বাস্থ্য দফতর থেকে লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।