নয়াদিল্লি, ১৮মে: ত্রিপুরার গর্ব কুইন আনারসের স্বাদ আর মিষ্টতার প্রশংসায় মুখর হয়েছেন দিল্লি ভিত্তিক ব্যবসায়ী প্রতিনিধি এবং দেশ-বিদেশের পর্যটকেরা। বৃহস্পতিবার বিকালে নয়াদিল্লির দিল্লি হাটে কুইন আনারস এবং আনারসজাত খাদ্য সামগ্রীর প্রদর্শনী ও মেলা আয়োজিত হয়েছে।
এই প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠান শেষে দিল্লি হাটে উপস্থিত ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে আনারসের বিভিন্ন খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রাজ্যের উৎপাদিত সুস্বাদু কুইন আনারস এবং আনারসজাত বিভিন্ন সামগ্রীতে তৃপ্ত ব্যবসায়ী ও পর্যটকেরা রাজ্যকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ।
এদিন রতন লাল নাথ জানিয়েছেন, আগামী দুমাস দিল্লি হাটের এই প্রদর্শনীতে আনারসের বিভিন্ন উৎপাদন সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে। এর মূল উদ্দেশ্য রাজ্যের কুইন আনারসের প্রচার এবং প্রসার। এর পাশাপাশি বাণিজ্যিকভাবে আনারসকে যাতে গোটা দেশে জনপ্রিয় করা যায় এবং বিদেশে রপ্তানি করা যায় সেজন্য বণিকদের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।
তিনি আরও বলেন,এদিন দিল্লি হাটেও ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের আনারস চাষিরা যাতে তাদের উৎপাদিত আনারসের যথাযথ মূল্য পান সেজন্যই উদ্যোগ গ্রহণ করেছে কৃষি দপ্তর।