চলমান:-১১০/১০(১৯.৩)
বিসিসি:- ৫১/১০(১৫.২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মে।।
দেবোত্তম ঘোষের বিধ্বংসী বোলিং। তাতেই জয় পেলো চলমান সঙ্ঘ। বৃহস্পতিবার জয় পেয়ে আপাতত দ্বিতীয় স্থানের দাবিদার রইলেন তপন দেব-এর দল। শেষ পর্যন্ত চলমান সংঘ সেরা চার দলে অবস্থান নিশ্চিত করে নিয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চলমান সঙ্ঘ ৫৯ রানে পরাজিত করে বি সি সি-কে। চলমানের গড়া ১১০ রানের জবাবে দীপক ভাটনাগরের দল বি সি সি মাত্র ৫১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেবোত্তম ঘোষ ৪ উইকেট পেয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বৃষ্টি হওয়ায মাঠ ভিজে যায়। ফলে খেলা শুরু হতে দেরী হয়। পরে ৫০ এর পরিবর্তে ২১ ওভারে করা হয় ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চলমান সঙ্ঘ ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রান করে। দলের পক্ষে নবজ্যোতি দেবনাথ ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, আরমান হুসেন ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, সোমেন মহান্তি ১৯ বল খেলে ১৬ এবং দলনায়ক লক্ষ্মণ পাল ১৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। বি সি সি-র পক্ষে অনুজ পাল (৩/২০) এবং রাজদীপ দত্ত (২/১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে চলমানের বোলারদের সাড়াসি আক্রমণে মাত্র ৫১ রানে গুটিয়ে যায় বি সি সি। মিডল অর্ডারে আনন্দ ভৌমিক এবং রাজদীপ দত্ত যদি সামান্য প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে বি সি সি-র স্কোর সম্ভবত ৩০ রানের গন্ডি পার হতো না। আনন্দ ১৭ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং রাজদীপ ১২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে সামান্য প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। চলমানের পক্ষে দেবোত্তম ঘোষ (৪/৭), জয়দেব দেব (৩/১৪) এবং কৃষ্ণধন নম: (২/১১) সফল বোলার।

