নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : আগামী ২০ মে প্রধান অতিথি হিসাবে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ৭০ তম বার্ষিক সমাবর্তনে যোগ দেবেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
বৃহস্পতিবার উপ-রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গেছে, পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সফরে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সেনেট সদস্যদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। উপ-রাষ্ট্রপতি পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, নন-টিচিং অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন। সফরকালে উপরাষ্ট্রপতির পঞ্জাব রাজভবনে যাওয়ার কথা রয়েছে।

