আইন মন্ত্রকের দায়িত্বভার নিলেন মেঘওয়াল, শুভেচ্ছা ও অভিনন্দন রিজিজুর

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): ভারত সরকারের আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রাজস্থানের সাংসদ অর্জুন রাম মেঘওয়াল। নতুন মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরেই কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অর্জুন রাম মেঘওয়াল।

আইন মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করার পর অর্জুন রাম মেঘওয়ালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদ্য প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। টুইট করে রিজিজু লেখেন, নতুন দায়িত্ব পাওয়ায় সহকর্মী অর্জুন রাম মেঘওয়ালকে অভিনন্দন। দায়িত্ব নেওয়ার পর মেঘওয়াল বলেছেন, সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং আদালতে জমে থাকা মামলা যতটা সম্ভব কমানো হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে দফতর বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্জুন রাম মেঘওয়ালকে তাঁর বিদ্যমান পোর্টফোলিওগুলি ছাড়াও আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে স্বাধীন দায়িত্ব অর্পণ করা হয়েছে। কিরেণ রিজিজুকে ভূ-বিজ্ঞান মন্ত্রকের পোর্টফোলিও অর্পণ করা হয়েছে।