নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): হরিয়ানার আম্বালার বিজেপি সাংসদ রত্তন লাল কাটারিয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় তিনি জানিয়েছেন, জনসেবা ও সামাজিক ন্যায়বিচারে প্রচুর অবদান রেখেছেন রত্তন লাল কাটারিয়া। শারীরিক অসুস্থতাজনিত কারণে চন্ডীগড়ের পিজিআই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাটারিয়া। মৃত্যুকালে প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার জীবনাবসান হয়েছে তাঁর।
কাটারিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সাংসদ ও প্রাক্তন মন্ত্রী রত্তন লাল কাটারিয়াজির মৃত্যুতে শোকাহত। তিনি জনসেবা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি নিজের অসামান্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। হরিয়ানায় বিজেপিকে শক্তিশালী করতে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”