বারামুল্লা, ১৬ মে (হি.স.) : জম্মু-শ্রীনগরের বারামুল্লা জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে উরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ভারতীয় ভূ-খণ্ডে ঢোকার চেষ্টা করা এক মহিলা মারা গিয়েছেন। মহিলার পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সেনা আধিকারিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী তাকে ভারতীয় সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করেছিল। এর পরও সে থেমে থাকেনি। যে কারণে নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে হয়। এ সময় একজন জুনিয়র কমান্ডিং অফিসার (জেসিও) আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

