ডালখোলা, ১৪ মে (হি.স.) : অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ বিহারের এক যুবককে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে ওই যুবককে গ্রেফতার করে ছয়দিনের পুলিশ হেপাজতে আনা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডালখোলা থানার পাতনৌর এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক যুবকের কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। তবে ওই যুবক কী কারণে পাতনৌর এলাকায় এসেছিল তা এখনও স্পষ্ট হয়নি। অনুমান করা হচ্ছে ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যেই সে এলাকায় এসেছিল। তদন্তের স্বার্থে ওই যুবককে গ্রেফতার করে ছয়দিনের পুলিশ হেপাজতে আনা হয়েছে বলে জানা গিয়েছে।
ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক সৌম্যানন্দ সরকার জানান, ডালখোলা থানার পাতনৌর এলাকায় অভিযান চালিয়ে বিহারের বলরামপুর থানার বলদিয়াগাছি এলাকার আবুল কালাম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যুবকের সঙ্গে আরও কে বা কারা জড়িত আছে বা ওই যুবক কেন আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।