সাধারণ মানুষের কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া চিকিৎসক ও নার্সদের গুরু দায়িত্ব : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ মে (হি.স) : সাধারণ মানুষের কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া চিকিৎসক ও নার্সদের গুরু দায়িত্ব। শুক্রবার আগরতলাস্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে মেগা রক্তদান শিবিরে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

সাথে তিনি যোগ করেন, স্বাস্থ্য পরিষেবাকে প্রাধান্য দিয়েই দিনরাত কাজ করে যাচ্ছে ত্রিপুরা সরকার। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার, নার্সদের সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন তিনি বলেন, রাজনীতি করে সরকার গঠন হতে পারে। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য সরকারের রাজনীতি করলে চলবে না।

এদিন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, করোনার প্রকোপের পূর্বে রক্তদান গণআন্দোলনে পরিনত হয়েছিল। গত ২ বছরে ত্রিপুরায় রক্তদানে কিছুটা ভাঁটা পড়েছিল। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী ও ত্রিপুরার সরকারের প্রচেষ্টায় মানুষ রক্তদানে এগিয়ে আসছেন।

এদিন অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে আয়োজিত রক্তদান শিবির এবং আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপনে অংশগ্রহণ করেছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবতী, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বাসু, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব ও অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। হি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *