নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ অসম-ত্রিপুরা সীমান্তের দুটি পুলিশি গেইটে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ জড়িতরা ধরা পড়লেও নেশার রমরমা বাণিজ্য বন্ধ হবার নাম নিচ্ছে না৷
বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি দায়িত্বভার গ্রহণের পর বুধবার সকালে পুলিশি নাকা চেকিংয়ে ত্রিপুরায় পাচারের মুখে বিপুল পরিমাণ নেশা জাতিয় কফ সিরাপ বোঝাই একটি কন্টেনার গাড়ি সহ তিনজনকে আটক করে৷ ছয়টায় ইউপি ২১ সিটি ৬৮৫৮ নম্বরের একটি দশ চাকার জেকে ডেইরি মিল্ক সামগ্রী বোঝাই কন্টেনার চুরাইবাড়িতে পৌছালে গাড়িতে তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ৷এতে গাড়ির ভিতরে বোঝাইকৃত সামগ্রীর আড়াল থেকে একশ বোতল করে মোট তিনশ ত্রিশ কার্টুনে তেত্রিশ হাজার নেশা জাতিয় ফেন্সিডিল নামক কফ সিরাপ উদ্ধার হয়৷যার কালোবাজারী মূল্য চার থেকে পাঁচ কোটি টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে প্রকাশ৷ এ কান্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় কন্টেনার চালক জিলানী সাহ সহচালক আনাশ ও আরেক সহযোগি আবরাবকে৷এদের উভয়ের বাড়ি উত্তরপ্রদেশে৷পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে৷বর্তমানে জব্দকৃত কন্টেনার সহ ধৃতরা বাজারিছড়া পুলিশের হেফাজতে রয়েছে৷
2023-05-10