ক্যানিং, ৯ মে (হি. স.) : মাটি কাটার যন্ত্র চালানোর সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম হৃদয় মুর্মু(৫০)। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যনিংয়ের তালদিতে। মৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় কাজ করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন হৃদয়। সেখানে থাকা সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।