বিনিয়োগ, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থানে কর্ণাটক এক নম্বরে থাকুক, এটাই চায় বিজেপি : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৯ মে (হি.স.): কর্ণাটকের জনগণের কাছে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী ও শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কর্ণাটককে এক নম্বর করতে হলে, সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি আমি। বুধবার কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, তার আগে কর্ণাটকের জনগণের উদ্দেশে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “প্রতিটি কান্নাডিগার স্বপ্ন আমার নিজের স্বপ্ন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, “আপনাদের সঙ্কল্প আমার সঙ্কল্প, আমরা চাই বিনিয়োগ, শিল্প, শিক্ষা এবং কর্মসংস্থানে এক নম্বরে থাকুক কর্ণাটক। কর্ণাটককে এক নম্বর করার জন্য, আমি আপনাদের সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসাবে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।”