বাঁকুড়া,৮ মে (হি. স.) : বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে সুষ্ঠ চিকিৎসা পরিষেবা প্রদান, দালাল রাজ বন্ধ করতে, ও শূন্য পদে লোকনিয়োগের দাবীতে সোমবার বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্রমন্ডল ও বাকুড়া সদর কেন্দ্রের বিজেপির বিধায়ক নিলাদ্রী দানার নেতৃত্বে হাসপাতাল সুপারের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
নিলাদ্রী দানার অভিযোগ করে বলেন বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল বাঁকুড়ার গর্ব।সেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা আজ তলানিতে।অত্যাধুনিক মানের যন্ত্রপাতি এলেও।তা অবহেলায়, অব্যবহারে নষ্ট হতে বসেছে। রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, রোগীর আত্মীয়রা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।শূণ্য পদে লোক নিয়োগ হচ্ছে না ।এই দাবী গুলি সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।