রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস বাস্কেটবল এ.ডি নগর পুলিশ গ্রাউন্ডে ১০মে থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস বাস্কেটবল প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে এ.ডি নগর পুলিশ গ্রাউন্ডে। বালক ও বালিকা উভয় বিভাগে অনূর্ধ্ব ১৭ বছর রাজ্য স্কুল স্পোর্টস বাস্কেটবল প্রতিযোগিতা ১২ মে পর্যন্ত চলবে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১০ মে এ.ডি নগর পুলিশ গ্রাউন্ডে। এ বিষয়ে সম্প্রতি সাংগঠনিক কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পেট্রন গ্রুপ এবং অর্গানাইজিং কমিটি ছাড়াও বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করা হয়েছে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন, পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *