ইউক্রেনের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

কিয়েভ, ৪ মে (হি.স.) : ক্রেমলিনের ওপর ড্রোন হামলার পরে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির কর্মকর্তা ও গণমাধ্যমগুলো জানিয়েছে। এরপর শহরগুলোতে বিমান সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষরা জানিয়েছে, যেকোনও ধরনের হামলা ঠেকাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

আঞ্চলিক সামরিক প্রশাসন টেলিগ্রামে বলেছে, কিয়েভ অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান টেলিগ্রামে বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম চলছে। এদিকে স্থানীয় গণমাধ্যম ওডেসার কৃষ্ণ সাগর বন্দরে বিস্ফোরণের খবরও জানিয়েছে।

এদিকে, ক্রেমলিনের ওপর ড্রোন হামলা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ইউক্রেনের প্রচেষ্টার ‘প্রতিশোধ’ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। ড্রোন হামলাকে ‘ইউক্রেনের সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, এই হামলার চেষ্টার জন্য জবাব দেবে রাশিয়া।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ড্রোন হামলায় তার দেশের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করি না। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম ও শহর রক্ষা করছি।