কলকাতা, ২ মে (হি. স.) : মমতা বন্দ্যোপাধ্যায় একুশের জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমজনতাকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করলেন। দিলেন আবেগময় বার্তাও।
এদিন অর্থাৎ ২ মে, পশ্চিমবঙ্গের বুকে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে একুশের বিধানসভা নির্বাচনের জয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। এই দিনেই বাংলার মানুষের রায়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য বাংলা শাসনের অধিকার অর্জন করেছিল। সেই স্মৃতি উসকে দিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন।
তিনি লিখলেন, ‘২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ মা-মাটি-মানুষ দিবসে বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।’