মঙ্গলবার গিরিশগঞ্জ ব্লক পিএইচসি-র অধীনে ২৬টি স্থানে আয়ুষ্মান ভারত কার্ড ই-কেওয়াইসি মেগা শিবির

করিমগঞ্জ (অসম), ১ মে (হি.স.) : করিমগঞ্জ জেলায় চলতে থাকা জাতীয় খাদ্য সুরক্ষার যোজনার যোগ্য সুবিধা প্রাপকদের আয়ুষ্মান ভারত কার্ড ই-কেওয়াইসি সক্রিয় করার প্রক্রিয়া ১৫ মে তারিখের মধ্যে সমাপ্ত করতে নির্দেশ দিয়েছেন জেলা শাসক। তাই মেগা শিবির অনুষ্ঠিত করে জেলায় এই প্রক্রিয়া জোর কদমে এগিয়ে চলেছে।

সরকারি সূত্রে জানানো হয়েছ, আগামীকাল ২ মে, মঙ্গলবার গিরিশগঞ্জ ব্লক পিএইচসি-র অধীনে ২৬টি স্থানের মধ্যে দেওপুর এলপি স্কুল, সাদারাশি জিপি অফিস, পানিঘাট জিপি অফিস, সুখময়ী এলপি স্কুল, দশনাল মক্তব, মানিককোণা এলপি স্কুল, হামিদাপুর এডব্লিউসি, কলিমা এসসি, পুরাহুরিয়া এসসি, জাবদা এডব্লিউসি, কুজাব-১ এডব্লিউসি, কেশরকপন এডব্লিউসি, সিমলি এডব্লিউসি, মাইজগ্রাম এসডি, বিস্কুট-২ এডব্লিউসি, সুন্দরী গ্রাম, তেসুয়া এডব্লিউসি, বড়পুঞ্জি পার্ট ১, নয়াগ্রাম এলপি স্কুল, চালাদ এলপি স্কুল, কান্দিগ্রাম, প্রমোদনগর এসসি, হিজিম-১ এডব্লিউসি, লামাবাহাদুরপুর-১ গ্রাম, মডেল হাসপাতাল গিরিশগঞ্জ ও দাসগ্রাম এসএইচসিতে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ই-কেওয়াইসি সক্রিয় করা হবে।
এতে খাদ্য সুরক্ষা যোজনা কার্ডধারি প্রকৃত সুবিধাভোগীদের আয়ুষ্মান ভারত কার্ড প্রদানের উদ্দেশ্যে ই-কেওয়াইসি সক্রিয় করার জন্য এই শিবির গুলিতে আশা সুপারভাইজার, এএনএম, এমপিডব্লিউরা ভেরিফায়ার হিসেবে কাজ করছেন।

এদিকে রামকৃষ্ণ নগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে চলতি ই-কেওয়াইসি সক্রিয় করন কেন্দ্র ছাড়াও ১ থেকে ৬ মে অতিরিক্ত ২৩ টি স্থানে এবং পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ১ থেকে ৫ মে পর্যন্ত ৯টি স্থানে এ ধরনের শিবির অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার প্রকৃত সুবিধাভোগীদের নিকটবর্তী কেন্দ্রে ই-কেওয়াইসি সক্রিয় করার জন্য স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *