শামুকতলা, ১ মে (হি.স.) : পরপর দুটি এলাকায় বুনো হাতির তাণ্ডব। ভাঙল ঘরবাড়ি। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে শামুকতলার পানবাড়ি ও ডাঙ্গী কালাধুরা এলাকায়। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া ওই দুটি এলাকায় হানা দেয় তিনটি বুনো হাতি। সেখানে চার বাসিন্দার ঘর ভেঙে মজুত চাল, আটা সাবাড় করে নেয় হাতি।
ঘর ভেঙে তাতে চাপা পড়ে এক গ্রামবাসীর দুটি ছাগল এবং ছ’টি মুরগি মারা গিয়েছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, প্রায়ই রাতে বুনো হাতি হানা দিয়ে ফসল নষ্ট করে দিচ্ছে। বন দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা।