মুম্বাই,৩০এপিল(হি.স.): ভারত ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এক বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় দল নিয়ে। তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেট দলে অনধিকার চর্চা হয়ে থাকে।
উল্লেখ্য,২০২১ সালের টি-টোয়ান্টি বিশ্বকাপের পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান রবি শাস্ত্রী। তাঁর পরিবর্তে ভারত দলের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়।
কোচিং ছাড়ার দীর্ঘদিন পর ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ে মুখ খুলেছেন রবি শাস্ত্রী। ইএসপিএন ক্রিকইনফোতে দেয়া এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী দাবি করেন, ভারতের দল নির্বাচনের বৈঠকে কখনো তিনি অংশগ্রহণ করেননি।
সেই সঙ্গে তিনি বলেছেন, দীর্ঘ সাত বছর ভারতের ক্রিকেট দলের সঙ্গে যুক্ত থেকেও নির্বাচক কমিটির বৈঠকে যোগ দেয়ার কোনো অভিজ্ঞতা আমার নেই। এমনকি বিসিসিআইয়ের পক্ষ থেকে আমাকে কখনো আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু দল নির্বাচনে কোচের থাকাটা অনেক জরুরি। কারণ, তিনিই ক্রিকেটারদের সঙ্গে বেশি সময় কাটান।’
আরো বিস্ফোরক হয়ে শাস্ত্রী বলেছেন,’ ভারতের দল নির্বাচনে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করে। নির্বাচক কমিটির বৈঠক কীভাবে শুরু হয় বা শেষ হয়, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তিন-চার বছরে আমি যা জেনেছি সেই অনুযায়ী, ওখানে এমন অনেককেই উপস্থিত থাকতে দেখেছি যাদের থাকার কথা নয়, যা বিসিসিআইয়ের সংবিধানবিরোধী।’