রায়গঞ্জ, ৩০ এপ্রিল (হি.স.) : দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে পোস্ট করা উত্তরবঙ্গ সীমান্তের রায়গঞ্জ সেক্টরের অধীনে ১৩৭ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বুলকিপুরের বর্ডার আউট পোস্ট (বিওপি) সীমান্তে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। এলাকা থেকে ধৃত ভারতীয়ের নাম শিবেন বর্মণ (২৪)।
রবিবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের চেষ্টাকালে ধরা পড়েন শিবেন বর্মন। আসামিদের কাছ থেকে ৬৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ জব্দ করা হয়েছে। অভিযুক্ত যুবককে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বালুরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

