নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আগামী সোমবার থেকে মালদ্বীপে তিন দিনের সফরে যাচ্ছেন, শনিবার সরকারি সূত্রে এমনটা জানা গিয়েছে।
অন্যদিকে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সোমবারই শ্রীলঙ্কা সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদ্বীপে তিনদিনের এই সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের।