রামসায় চাকুরিচ্যুত কর্মীদের পুনরায় নিয়োগের দাবি মুখ্যমন্ত্রীর দরবারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী সমিতি তেলিয়ামুড়া  বিভাগীয় কমিটির কনভেশন থেকে কর্মচ্যুত  ল্যাব এসিসটেন্ট  ও করনিকদের পুনর্নিয়োগ এবং অনিয়মিতদের নিয়মিত করার জন্য রাজ্য book_guide_hero_booksসরকারের কাছে মানবিক আবেদন জানানো হয়েছে৷ এসএসএ এবং আরএমএস এর অন্তর্গত শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে রাজ্যব্যাপী কনভেনশনের মাধ্যমে জোরালো দাবি উঠেছে৷ রবিবার তেলিয়ামুড়ার নেতাজী নগরে তেলিয়ামুড়া  বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা  চুক্তিবদ্ধ  শিক্ষক কর্মচারী সমিতির রাজ্য সম্পাদক রাজকুমার চৌধুরী  সহ অন্যান্য  নেতৃবৃন্দ৷ বিভাগীয়  কনভেনশনে বক্তব্য রাখতে  গিয়ে রাজ্য সম্পাদক রাজকুমার আচার্য বলেন, অনিয়মিত শিক্ষক কর্মচারীদের নিয়মিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব  পাঠানোর জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হবে৷ কর্মচ্যুত ল্যাব এসিসটেন্ট ও এলডিসিদের পুননিয়োগ করার জন্য রাজ্য সরকারের কাছে মানবিক আবেদন জানানো হবে৷ বিভাগীয় সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সম্পাদক আশিস দাশগুপ্ত, দীপক রায়, কানুলাল মজুমদার প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *