দিনের আলোতে শেষ টি-২০ ট্রফি ঘরে তুলতে মরিয়া স্ফুলিঙ্গ-ফ্রেন্ডস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।। দিনের আলোতে এবার-ই শেষ টি-টোয়েন্টি ফাইনাল। খেতাব দখলের মহারণও বলা যেতে পারে। আগামী মরশুমে নিশ্চয়ই ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল এমবিবি স্টেডিয়ামে ফ্লাডলাইটে হবে। উত্তেজনাপূর্ণ ম্যাচে অগণিত দর্শকও থাকবে। এমনটাই প্রত্যাশা ক্রিকেট মহলের। সেই প্রেক্ষাপটেই বলা হচ্ছে, আগামীকাল দিনের আলোতে টিসিএ আয়োজিত ঘরোয়া টি-টোয়েন্টির শেষ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সেয়ানে সেয়ানে লড়াই। স্ফুলিঙ্গ বনাম ইউনাইটেড ফ্রেন্ডস-এর ম্যাচ। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আগামীকাল সকাল ৯ টায় এমবিবি স্টেডিয়ামে এই খেতাবি যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে। স্ফুলিঙ্গ মূলতঃ ত্রি-মুকুটের দাবিদার হলেও ইউনাইটেড ফ্রেন্ডস মরিয়া হয়ে আছে প্রথম ট্রফি ঘরে তোলার জন্য। ক’দিন আগে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে রানার্স খেতাবে মন ভরতে হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল স্ফুলিঙ্গ ক্লাব। পরে তপন মেমোরিয়াল নক আউট ক্রিকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে সেমিফাইনালে কসমপলিটনের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল। ফাইনালে জয়ী হয়ে স্ফুলিঙ্গ দ্বি-মুকুট পেয়েছিল। এবারকার আসরে সেমিফাইনাল ম্যাচে স্ফুলিঙ্গ ৫৩ রানের ব্যবধানে জেসিসি-কে হারিয়ে এবং অপর সেমিফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস ৮ উইকেটের ব্যবধানে কসমোপলিটন-কে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। আজ, সোমবারও খেলোয়াড়রা হালকা প্র্যাকটিস করে নিয়েছে। প্রশিক্ষকরাও শেষসময়ের টিপস দিয়েছেন নিজ দলের খেলোয়াড়দের। দুই  গ্রুপ চ্যাম্পিয়ন দল পরস্পরের মুখোমুখি হচ্ছে বলে ফাইনাল ম্যাচটিকে ঘিরে টানটান উত্তেজনাও রয়েছে ক্রিকেট মহলে। ছুটির দিন না হলেও বেশকিছু সংখ্যক ক্রিকেটপ্রেমী মাঠে খেলা দেখতে আসবেন বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *