খোয়াই- ১৪৭/২
সদর ‘বি’-৬৪/৫
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।।গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো পিযুষ দেবের খোয়াই মহকুমা মহিলা ক্রিকেট দল। মোহনপুরকে হারানোর পর সোমবার কাগুজে কলমে বড় দল সদর ‘বি’-কেও অনায়াসে পরাজিত করে খোয়াই মহকুমা। নিপকো মাঠে এদিন খোয়াই জয়লাভ করে ৮৩ রানে। সকালে টসে জয়লাভ করে খোয়াই মহকুমার গড়া ১৪৭ রানের জবাবে সদর ‘বি’ ৬৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেবাদ্রিতা দেব এবং অনামিকা দাস ভালো ব্যাটিং করেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে খোয়াই মহকুমা নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। দুই ওপেনার দেবাদ্রিতা দেব এবং অনামিকা দাস ওপেনিং জুটিতে ১১০ বল খেলে ১০২ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার দিকে নিয়ে যান। দলের পক্ষে অনামিকা ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং দেবাদ্রিতা ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন। এরপর প্রীয়া সূত্রধর এবং মাম্পি দেবনাথ ঝড়ো ব্যাট করে দলকে ১৪৭ রানে নিয়ে যান। প্রীয়া ১১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রানে এবং মাম্পি ৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যান। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। সদর ‘বি’-র পক্ষে দলনায়িকা নিকিতা সরকার (১/৯) এবং স্নেহা দেবনাথ (১/৪৫) উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে খোয়াই মহকুমার বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে তেমনভাবে মাথা তুলেই দাড়াতে পারেননি সদর ‘বি’-র ব্যাটসম্যান-রা। দ্রুত হারাতে থাকেন উইকেট। প্রথম ম্যাচে জয়ের নায়িকা নিকিতা সরকার দ্রুত প্যাভেলিয়নে ফিরতেই চাপ আরও বেড়ে যায় সদর ‘বি’-র। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৪ রান করতে সক্ষম হয় সদর ‘বি’। দলের পক্ষে ওপেনার অশ্মিতা দেবনাথ ৬৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং দেবযানি দেব ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। খোয়াই এর পক্ষে হিরামণি গৌর (২/৭) সফল বোলার।