ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।।জয়ের ধারা অব্যাহত রাখলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। রবিবার নিজেদের তৃতীয ম্যাচে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ৮ উইকেটে পরাজিত করে জুপিটার ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে জুপিটার ক্লাব মাত্র ৫৭ রান করতে সক্ষম হয়। দলের দুইজন ব্যাটসম্যান চোট পেয়ে মাঠ ছাড়তেই দলের আবস্থা আরও করুণ হয়ে যায়। দলের পক্ষে মালিন্দ্র সাধন জমাতিয়া ৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং রামকৃষ্ণ জমাতিয়া ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে টুটন সরকার (৩/৯), সৌরভ সূত্রধর (২/৮) এবং সুবিমল নাথ (২/১০) সফল বোলার। জবাবে খেলতে নেমে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বচ্চন দাস ২০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রানে এবং টুটন সরকার ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের টুটন সরকার।
2023-04-23