কৈলাসহরে স্বদলীয়রা পিটিয়ে রক্তাক্ত করল যুবমোর্চার জেলা সভাপতিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ স্বদলীয়রা পিটিয়ে রক্তাক্ত করে যুব মোর্চার জেলা সভাপতিকে! কৈলাসহরে বিজেপি দলের অন্তরকোন্দল প্রকাশ্যে৷ ২০২৩ সালের বিধানসভা ভোটের সময় যেসব নেতৃত্বরা অন্য দল ত্যাগ করে বিজেপি দলে এসেছিলো এরাই বর্তমানে কৈলাসহরে দাদাগিরি করছে৷ এই নব্যরা এবং ২০১৮সালের পরে যেসব কর্মীরা এবং দলীয় নেতৃত্বরা কংগ্রেস ও সি.পি.আই.এম দল ত্যাগ করে বিজেপি দলে এসেছিলো এরা সবাই মিলে বিজেপি দলের পুরনো কার্যকর্তাদের সন্মান না দিয়ে বিজেপি দলকে দিনের পর দিন কালিমালিপ্ত করার প্রয়াস জারী রেখেছে৷ এরই ফলস্বরুপ বাইশ এপ্রিল শনিবার রাতে কৈলাসহরে দলের নেতা আক্রান্ত হয়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা৷উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর আর.ডি ব্লকের অধীন টিলাবাজার থেকে নূরপুর হয়ে  সাংগঠনিক কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত ঊনকোটি জেলার বিজেপি দলের যুব মোর্চা জেলা সভাপতি অরুপ ধর সহ আরও একজন৷ শনিবার রাত সাড়ে দশটা নাগাদ কৈলাশহর শহরে আসার পথে কাতল দিঘির পার এলাকায় দুসৃকতিরা হামলা চালায় বলে অভিযোগ৷ দলীয় সূত্রে জানা যায় যে, ঠিকাদারি কাজ নিয়ে দল দুই ভাগে বিভক্ত৷ কংগ্রেস এবং সি.পি.আই.এম দল থেকে আসা জনবর্জিত কলংকিত নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারনেই যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ ধর মারধর খেয়েছেন বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত৷ ঘটনার বিবরণে জানা যায় যে, গতকাল শনিবার রাত ১১ টা নাগাদ অরূপ ধর ও উনার এক সহকর্মী বাইক নিয়ে টিলাবাজার থেকে কৈলাসহর শহরে আসার সময় কাতল দিঘির পাড় এলাকায় আসতেই ৫ থেকে ৬ জন দুষৃকতী উনার বাইক আটকে বাইক থেকে ফেলে দেয় এবং কীল গুশী এবং লাঠি দিয়ে আঘাত করে এতে অরূপ ধর গুরুতর আহত হন৷ পরবর্তী সময়ে উনাকে ড্রেনের কাছে ফেলে দুষৃকতীরা উনার কাছ থেকে স্বর্ণের চেইন,আংটি  নিয়ে পালিয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাসহর থানার ওসি সঞ্জীব লস্কর, কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক ধ্রুব নাথ সহ বিশাল পুলিশ টি এস আর বাহিনী৷ পরবর্তী সময়ে উনাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে৷এই ঘটনার জেরে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও  টি এস আর বাহিনী৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *