কসবা কালীবাড়িতে পুজা দিলেন দুই বিধায়িকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ একসাথে দুই বিধায়িকার মন্দির পরিদর্শন৷ দুই বিধায়িকা সপরিবারে কসবেশ্বরী মায়ের মন্দিরে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজার্চনা করেন৷
রবিবার কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকার এবং সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্ণা দাস পাল একসাথে কমলা সাগর স্থিত কসবেশ্বরী মায়ের মন্দিরে পরিদর্শনে যান৷ এদিন দুই বিধায়িকা সপরিবারে কসবেশ্বরী মায়ের মন্দিরে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজার্চনা করেন৷ দুই বিধায়িকা মায়ের মন্দিরের পূজা শেষে মন্দিরে আসা অন্যান্য পুণ্যার্থী এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন৷ তার পাশাপাশি এদিন দুই বিধায়িকা ভারত বাংলা সীমান্তের মনোরম দৃশ্যও উপভোগ করেন৷ দুই বিধায়িকা জানিয়েছেন অত্যন্ত কর্মব্যস্ততার পরেও একটু সুযোগ করে রাজ্যবাসীর মঙ্গল কামনায় তারা কসবেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে  এসেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *