তপন, ২৩ এপ্রিল(হি.স.) : দক্ষিণ দিনাজপুরের তপনে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল ছয়টি বাড়ি। সর্বত্র হারিয়ে পরিবার গুলির ঠাঁই এখন খোলা আকাশের নীচে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে তপন থানার উত্তর সুকদেবপুর গ্রামে। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন উত্তর সুকদেবপুর গ্রামের বাসিন্দারা।
তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর সুকদেবপুর গ্রামে শতাধিক পরিবারের বসবাস। এদিন দুপুরের আচমকা স্থানীয় বাসিন্দা কসিমুদ্দিন মিঁয়ার বাড়ির লোকজন আগুন দেখতে পান। পরিবারের লোকজন চিৎকার চ্যাঁচামেচি শুরু করলে প্রতিবেশিরা ছুটে আসেন। তড়িঘড়ি যে যার মতন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে আতাবুর রহমান, জামিরুল হক, আব্দুল আলিম আমিরুল হক, নাজিরা খাতুনের বাড়িতে। আগুন আয়ত্তে আনতে প্রথমে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পুকুরে পাম্প মেশিন লাগিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ছয়টি বাড়ির আসবাব পত্র, টাকা পয়সা, স্বর্ণলংকার, জামাকাপড়, ধান, পাট, গম, সরিষা সহ যাবতীয় জিনিস পত্র। আশপাশ গ্রাম থেক পরনের কাপড় টুকু এখন সম্বল। বাড়ির সমস্ত কিছু পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের ঠাই হয়েছে এখন খোলা আকাশের নীচে। ঘটনার পর এলাকায় ছুটে যান তপন ব্লক কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি এজাজুল হক।
পরিবার গুলি যাতে সমস্ত রকম সরকারি সাহায্য পায়। সেজন্য ব্লক প্রশাসনকে জানিয়েছি। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে চাল, ডাল ত্রিপল, জামাকাপড়, হাঁড়ি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ।

