নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.) : উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের খুনের বদলা নেওয়া হবে বলে ভারতের উদ্দেশ্যে ভয়ঙ্কর হুমকি দিল জঙ্গিগোষ্ঠী আল কায়দা । দেশে হামলা চালানোর হুঁশিয়ারির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।
সূত্রের খবর, ঈদ উপলক্ষে শুক্রবার সাত পাতার একটি পত্রিকা প্রকাশ করেছে আল কায়দা। সেখানে প্রাক্তন সাংসদ তথা উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদকে শহিদ বলে উল্লেখ করেছে এই জঙ্গি সংগঠনটি। তাঁদের ভূয়সী প্রশংসাও করা হয়েছে সেই পত্রিকায়।
এদিকে আল কায়দার এই হুমকির ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে কেন্দ্র। নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের বড় শহরগুলিতে। এছাড়া দেশের গোয়েন্দা সংস্থাকেও তো সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হচ্ছে সীমান্ত এলাকাগুলিতেও।

