ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। দুর্দান্ত জয় পেয়েছে ব্রাইট ডায়মন্ড ক্লাব। ১৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্লু সানগনাই মথৌ দলকে। দুর্দান্ত এই জয়ের সুবাদে ব্রাইট ডায়মন্ড ক্লাব যথারীতি গ্রুপ চ্যাম্পিয়ন এর দোরগোড়ায় পৌঁছে গেছে। অমরপুর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লীগের খেলা এখন শেষ পর্যায়ে চলছে। বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ, শনিবার দারুন জয় পেয়েছে ব্রাইট ডায়মন্ড ক্লাব। খেলা ছিল রাঙ্গামাটি গ্রাউন্ডে। টস জিতে ব্রাইট ডায়মন্ড ক্লাব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। অপ্রস্তুত মাঠের কারণে খেলা শুরুতে দেরি হওয়ায় ওভার কমিয়ে ৩৪ করা হয়েছিল। ব্রাইট ডায়মন্ড সীমিত ৩৪ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়াজ উদ্দিন এর ৮৫ রান, চিরঞ্জিত দাসের অপরাজিত ৭১ রান, সুরজিৎ দাসের ৪৩ রান এবং প্রীতম বর্মনের একত্রিশ রান উল্লেখ করার মতো। অতিরিক্ত ৪২ রানের তাদের অনেকটা সহায়তা করেছে। রিয়াজ উদ্দিন ৪৭ বল খেলে দশটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৫ রান পায়। চিরঞ্জিতও ৩৬ বল খেলে আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৭১ রান সংগ্রহ করে দুর্দান্ত ব্যাটিংয়ের পরিচয় দিয়েছে। ব্রু সাগনাই মথৌ দলের বোলার রাজেশ রিয়াং, সুশান্ত রিয়াং ও শিবম রানা প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ব্রু সানগনাই মথৌ ১১২ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে ইভান চন্দ্র সর্বাধিক ২৯ রান পায়। ব্রাইট ডায়মন্ডের সুব্রত চক্রবর্তী ও কমল দেব তিনটি করে এবং আবির কর্মকার ও রিয়াজ উদ্দিন দুটি করে উইকেট পেয়েছে। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে রিয়াজ উদ্দিন পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।
2023-04-22