করোনা মোকাবিলায় রাজ্য প্রস্তুত, দাবি মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৯ এপ্রিল(হি.স.) : করোনা মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার, নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রতিদিন রাজ্যে দেড়শোর মতো রিপোর্ট হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু উপসর্গ বলে জানা যাচ্ছে। এখন বিভিন্ন হাসপাতালে ৯ জন রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে। ভেন্টিলেশনে কোনও রোগী নেই। রাজ্য সরকার ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে। যাঁদের কো-মর্বিডিটি আছে তাঁদের সতর্কতা হিসেবে মাস্ক পরা এবং ভিড়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে করোনা মোকাবিলায় রাজ্যের কী কী ব্যবস্থা রয়েছে, এদিন সেটিও সবিস্তার তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ৩০ হাজার ইমারজেন্সি বেড রয়েছে। এছাড়া আরও ৪ হাজার সিসিইউ-এইচডিইউ বেডও আছে। আমরা প্রস্তুত আছি।

প্রসঙ্গত, এরআগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে করোনা সংক্রমণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাস্ক ফেরানোর বিষয় জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতির উপরে নজর রাখুন। আতঙ্ক না ছড়িয়ে প্রতিরোধমূলক প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। পুরসভাগুলিকে স্যানিটেশনের কাজে যুক্ত করতে হবে। এদিকে এই পরিস্থিতে আগাম সতর্কতা অবলম্বন করেছে নবান্ন। ইতিমধ্যেই রাজ্যের তরফে জারি করা হয়েছে এক নির্দেশিকা। সেই নির্দেশিকায় বেশকিছু বিষয়ে বিশেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।