কাছাড়ের সোনাইয়ে ৯১ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার এক

সোনাই (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে অভিযানে নেমে কাছাড় জেলার সোনাই থানার পুলিশ ধনীপুর গ্রাম থেকে প্রায় ৯১ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে মাদক কারবারে জড়িত জনৈক ব্যক্তিকে।

পুলিশের হাতে ধৃত ব্যক্তি কাছাড় জেলার কনকপুর পার্ট ওয়ান এলাকার জনৈক আলমাস উদ্দিন মজুমদারের ছেলে আলিম উদ্দিন মজুমদার ওরফে সুলেমান বলে পরিচয় শনাক্ত হয়েছে। তার কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ১৪টি সাবানের বাক্সে ভর্তি ১৬৮ গ্রাম হেরোইন।